Your personal data will be used to process your order, support your experience throughout this website, and for other purposes described in our privacy policy.
টেকালয়ে “Techaloy” – এ আপনাকে স্বাগতম।
টেকালয়ের ওয়েবসাইট এবং অন্যান্য সার্ভিস ব্যবাহার করার জন্য আপনাকে অবশ্যই নিম্নলিখিত শর্তাবলি মানতে হবে। এই শর্তাবলির পাশাপাশি আমরা আপনাকে এই সাইটের প্রাইভেসি পলিসিটিও সম্পুর্ন ভাবে পড়ার অনুরুধ জানাচ্ছি। কোন কারনে আপনি এই সাইটের প্রাইভেসি পলিসি এবং শর্তাবলির সাথে সম্মত না থাকলে কোন ভাবেই টেকালয় থেকে কোন সেবা গ্রহন করতে পারবেন না। টেকালয় এই শর্তাবলি আপনাকে জানিয়ে বা না জানিয়ে পরিবর্তন বা সংশোধন করার ক্ষমতা রাখে।
টেকালয় একটি দক্ষতা বাড়ানোর কোর্সের প্লাটফর্ম যেখানে প্রি-রেকর্ডেড এবং লাইভ ক্লাসের মাধ্যমে বিভিন্ন স্কিল-বেজড কোর্স করানো হয়। এই সাইটের সার্ভিস গুলো উপভোগ করার মাধ্যমে আপনি সম্মতি দিচ্ছেন যে, টেকালয় আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইমেইল এড্রেস সহ একাউন্ট খুলার সময় যে সকল তথ্য দিয়েছেন সেগুলো সংরক্ষনের ক্ষমতা রাখে। একই ভাবে টেকালয়ন আপনার ফোন নাম্বার এবং ইমেইল এড্রেসে প্রচারনা মূলক বার্তা বা অফার, নিউজ লেটার পাঠাতে পারবে।
এই সাইটটি ব্যবহার করার মাধ্যমে আপনি এতেও সম্মতি দিচ্ছেন যে –
- এই সাইটের কোন কোর্স টেকালয়ের লিখিত অনুমতি ব্যতিত অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট বিক্রি/বিতরন করা যাবে না।
- লাইভ ক্লাস চলাকালীন ক্লাস রেকর্ড করা যাবে না।
- সাইটে কোন প্রকার স্ক্রিপ্ট, বট, স্পাইডার, স্ক্র্যাপার ব্যবহার করা যাবে না।
- টেকালয় সাইটের লিখা, ছবি বা ডিজাইন অনুমতি ব্যতিত অন্য কোথাও ব্যবহার করা যাবে না।
- টেকালয়ের একাউন্ট কোন ভাবেই অন্য কারও কাছে বিক্রি বা ট্র্যান্সফার করা যাবে না।
- টেকালয় যথাযথ কারন সাপেক্ষে কোন ইউজারকে সাসপেন্ড বা নিষিদ্ধ করতে পারবে।
আপনার নিজের একাউন্ট সম্পর্কিতঃ
টেকালয়ে একাউন্ট খুলার পর সেই একাউন্টের ইউজারনেম, পাসওয়ার্ড সহ অন্যান্য সকল গোপনিয় তথ্য আপনার নিজের দায়িত্বে রাখবেন। আপনার একাউন্ট থেকে ঘতে যাওয়া সকল কার্যকলাপের দায়ভার আপনার নিজেকে বহন করতে হবে। কোন কারনে একাউন্ট হ্যাক হয়ে গেলে তা সঙ্গে সঙ্গে টেকালয়কে জানাতে হবে। একই সাথে আপনি কোন প্রকার ভিপিএন ব্যবহার করে একাউন্টে লগিন করতে পারবেন না।
রিফান্ড পলিসিঃ
টেকালয় থেকে কোন কোর্স কিনার পর যদি টেকালয় বা কোর্স ইনসট্রাক্টর সেই কোর্সটি সম্পন্ন করতে ব্যর্থ হয় তাহলে শর্ত সাপেক্ষে রিফান্ডের আবেদন করা যাবে। রিফান্ড পলিসি পেজ থেকে আরও বিস্তারিত জেনে নেওার অনুরোধ জানাচ্ছি।
বিস্তারিত জানতে লিঙ্কে ক্লিক করুনঃ রিফান্ড পলিসি
পাইরেসিঃ
টেকালয় সবসময় পাইরেসির বিপক্ষে অবস্থান নেয়। এই সাইটটি ব্যবহার করার মাধ্যমে আপনি সম্মতি দিচ্ছেন যে আপনি কোন প্রকার পাইরেসি করবেন না এবং পাইরেসিতে সহযোগিতা করবেন না। কারও বিরুদ্ধে পাইরেসি করার প্রমাণ পাওয়া গেলে আইনত ব্যবস্থা গ্রহন করা হবে।
আপডেটের তারিখঃ ১৬ জুন ২০২২