কোর্স কিনার পর যদি কোন কারনে ইনসট্রাক্টর কোর্স সম্পুর্ন করতে ব্যর্থ হয় তাহলে যেকোন স্টুডেন্ট রিফান্ডের জন্য আবেদন করতে পারবে। ফুল কোর্স ফি থেকে শর্ত সাপেক্ষে সার্ভিস চার্জ ব্যতিত অবশিষ্ট এমাউন্ট রিফান্ড এমাউন্ট হিসেবে গন্য হবে।
ফিরান্ড আবেদনের বিস্তারিতঃ
কী কী কারণে কোর্স রিফান্ড আবেদন ক্যানসেল বা রিজেক্ট হতে পারেঃ
বিঃ দ্রঃ টেকালয় যেকোনো প্রয়োজনে আপনাকে জানিয়ে অথবা না জানিয়ে রিফান্ড পলিসি পরিবর্তন ও পরিবর্ধন করতে পারবে। তবে যে তারিখে রিফান্ডের আবেদন করা হবে সেই তারিখের রিফান্ড পলিসি বিবেচনায় এনেই আবেদন গ্রহন/বাতিল করা হবে।
সবশেষ আপডেটের তারিখঃ ৩০ জুন ২০২২